পৌরসভা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে জুম মিটিং করবে ইসি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পৌরসভা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। চারজন নির্বাচন কমিশনার অনলাইন প্লাটফর্মে (জুম অ্যাপস) আট বিভাগে পৃথক বৈঠক করবেন। এতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের অংশ নিতে রবিবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তিন ধাপে ১৪৭ পৌরসভা নির্বাচনের পর চতুর্থ ও পঞ্চম ধাপের ভোট সামনে রেখে ইসি এ বৈঠকের উদ্যোগ নিয়েছে। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ও পঞ্চম ধাপে ৩১টিতে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মিটিং করার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, প্রথম তিন ধাপের নির্বাচনে সবকটি পৌরসভার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে ফোনে কথা বলে নির্দেশনা দিয়েছিলাম। এবার আমরা অনলাইন মিটিং করতে যাচ্ছি। মিটিংয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হবে।

জানা গেছে, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে সংঘাত সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ইসি বাড়তি সতর্কতার অংশ হিসেবে এ বৈঠক করছে।

জানা গেছে, সোমবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার কবিতা খানম রাজশাহী ও রংপুর বিভাগের ১৮ পৌরসভার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভা নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। একইদিন বিকালে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন। পরদিন ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। সবকটি বৈঠকে সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের অংশ নিতে বলা হয়েছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button