আ ক ম মোজাম্মেলসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো— শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফল আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মেজবাহুন্নাহার, মরহুম আব্দুল খালেক (মরণোত্তর), মরহুম অধ্যাপক মোহাম্মাদ খালেক (মরণোত্তর), ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, মুরতুজা বশির, হাসান আজিজুল হক, অধ্যাপক ড. হাসিনা খান এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনীতি) মোছাম্মাদ নাসিমা বেগমের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়।