মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেওয়ার খবরে কালীগঞ্জে ছেলের হাতে বাবা খুন
গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেওয়ার খবরে পাথর দিয়ে আঘাত করে ও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে আব্দুল হাই (৫৫) নামে এক ব্যবসায়ীকে খুন করেছে তার ছেলে।
রোববার ভোরে উপজেলার উত্তর সোম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই রড সিমেন্ট ব্যবসায়ী করতেন। ঘাতক হৃদয় (১৮)। সে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃজ্ঞকার্য হওয়ায় আগামী বছরে আবারও পরীক্ষার দেওয়ার কথা ছিল। এ ঘটনায় হৃদয়কে আটক করছে পুলিশ।

কালীগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাজীব চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার উত্তর সোম এলাকায় বাড়ির সঙ্গে রড সিমেন্টের দোকান ব্যবসা করতেন আব্দুল হাই। হৃদয় (১৫) নামে তার মানসিক ভারসাম্যহীন এক ছেলে রয়েছে। ওই ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেওয়ার খবর ছেলে হৃদয় জানতে পারে। প্রতিদিনের মতো রাতে আব্দুল হাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার ছেলে হৃদয় ওজন মাপার ৫ কেজি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ও পেটসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। পরে আব্দুল হাইকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক রাজীব চক্রবর্তী আরও জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে হৃদয়কে আটক করা হয়েছে।