করোনায় মারা গেলেন সাংবাদিক রোমান শাহ আলম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘দৈনিক লাখো কন্ঠ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. রোমান শাহ আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক মো. রোমান শাহ আলম গাজীপুর রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি এবং গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্যও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর।
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ হোসেন জানান, গত ৩১ মার্চ জ্বর ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে সাংবাদিক মো. রোমান শাহ আলম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১ এপ্রিল বিকালে তার নমুনায় করোনা পজেটিভ ফল আসে। এরপর ওই রাতেই তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে ভর্তি হন। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তাঁর দুই কণ্যা, স্ত্রী রয়েছেন। তিনি গাজীপুর মহানগরের নিয়ামত সড়ক এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, গত রাতে ওই সাংবাদিক এ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। এখানকার করোনা ইউনিটে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩৪জন ভর্তি আছেন।