টঙ্গীতে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
গাজীপুর কন্ঠ : মহানগরের টঙ্গীতে গ্রেপ্তারের পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ কাউসার (২৮) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোর রাতে টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত কাউসার টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের মিন্টু মিয়ার ছেলে।
গাজীপুর মেট্টাপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে ছিনতাইয়ের প্রস্ততির সময় কাউসারকে গাজীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির একাধিক মামলা রয়েছে। পরে তার দেয়া তথ্যমতে তাকে নিয়ে বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে গাজীপুরার বাশপট্টি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কাউসারের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় কাউসার তার সহযোগিদের গুলিতে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।