বেগমগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজারের উত্তর পাশের সড়কে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) বিকাল পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেন (২২) এবং অপর দুই নারী। এখনও তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সিএনজি চালক মাসুদ আলম আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টায় ফেনী থেকে সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি মাইজদী-বেগমগঞ্জ সড়কের উত্তর একলাশপুর রশিদ কোম্পানির বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, নিহতদের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে।