গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চত্বর ফাওকাল এলাকায় পুকুরে পানিতে ডুবে শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, গাজীপুর মহানগরীর ফাওকাল পূর্বপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের সন্তান সুমাইয়া (৮) এবং ফয়সাল আহম্মেদ (৫)। সুমাইয়া স্থানীয় পাঁজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক(এসআই) ইমতিয়াজুর রহমান বলেন, সুমাইয়া ও ফয়সালসহ আরো কয়েকজন শিশু দুপুরে একসঙ্গে তাদের বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তিন শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এর মধ্যেই সুমাইয়া আর ফয়সাল মারা যায়। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়েছে।