তৃণমূলে গতিশীলতা বাড়াতে ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে শেখ হাসিনার নির্দেশনা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সংগঠনের তৃণমূলে গতিশীলতা বাড়াতে ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা/মহানগর/ উপজেলা ও থানা/ পৌর শাখার নেতাদের সমন্বয়ে ‘সাংগঠনিক টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এই নির্দেশের কথা জানানো হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল সংবাদ মাধ্যমকে বলেন, তৃণমূলে সংগঠণের অভ্যন্তরে দ্বন্ধ-কোন্দল ও ক্ষোভ-বিক্ষোভ দূর করতে মূলত রাজনৈতিক কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিতে যেসব বিশৃঙ্খলা বিরাজমান তাও দূর করা হবে।

গত ১০ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সকল শাখায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে সারাদেশে সাংগঠনিক টিম গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

প্রথম নির্দেশনায় বলা হয়েছে, সংগঠনে সারাদেশের সকল জেলা/মহানগর শাখার অধীন উপজেলা/ থানা/ পৌর শাখা আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা/মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম গঠন করতে হবে। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট জেলা/মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনাসাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত উপজেলা/থানা/ পৌর শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, সকল উপজেলা/থানা/ পৌর শাখার অধীন ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম করবেন। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button