ইউপি নির্বাচন: প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন কালীগঞ্জের ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের প্রচার শেষ হচ্ছে শনিবার (১৯ জুন) মধ্যরাত ১২টায়।

এই সময়ের পর কোনো প্রার্থী বা সমর্থকরা কেউ আর কোনো সভা-সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল করতে পারবেন না।

এছাড়া ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল।

নির্বাচন কমিশনের ঘোষণা অনযায়ী কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আগামী ২১ জুন (সোমবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়।

সারা দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২১ জুন সকাল ৮টায়। সে হিসেবে ৩২ ঘণ্টা আগে বলতে ১৯ জুন মধ্যরাত ১২টায় প্রচার কাজ বন্ধ করতে হবে।

গত ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দ্বৈবদুর্বিপাকের কারণ দেখিয়ে ৯০ দিন সময় নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। সে সময়ও শেষ হয়ে আসায় গত ২ জুন পুনরায় ভোটের তারিখ দেয় ইসি। এক্ষেত্রে যে পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়েছিল, সেখান থেকেই আবার কার্যক্রম হাতে নেওয়া হয়।

এদিকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় ১৯ জুন মধ্যরাত ১২টা থেকে ২২ জুন ভোর ৬টা পর্যন্ত অর্থাৎ ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলালের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। অন্যান্য যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে ২০ জুন মধ্যরাত ১২ টা থেকে ২১ জুন মধ্যরাত ১২ টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভোটের পরের দিন পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জের ছয় ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৬২৪ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮১ হাজার ১৮৬ জন এবং পুরুষ ভোটার ৭৮ হাজার ৪৩৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৪ টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪৫৪টি।

আরো জানা যায়, কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ছয় ইউনিয়নে চেয়ারম্যানের ছয় পদসহ মোট ৭৮টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৯৩ প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তারা। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সাধারণ সদস্য পদে ২১৩ প্রার্থীর মধ্যে ২০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।

মনোনয়ন বাতিল: ঋণখেলাপির অভিযোগে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেনের মনোনয়ন বাতিল করে রিটানিং কর্মকর্তা। এছাড়াও সাধারণ সদস্য পদে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাগর রোজারিও, জামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নুরুল ইসলাম সরকার, মোক্তারপুর ইউনিয়ন পরিষদে ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য রিপন সরকার এবং ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আকরাম হোসেন মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

আপিল: আপিল করে প্রার্থিতা ফিরে পান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেন এবং তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সাগর রোজারিও।

মনোনয়নপত্র প্রত্যাহার: মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের (২৪ মার্চ) মধ্যেই রিটার্নিং অফিসারে কাছ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন করেন তুমুলিয়ায় জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.মনিরুজ্জামান এবং মোক্তারপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো.আব্দুল ছালাম প্রধান। বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো.জয়নাল আবেদীন শেখ। এছাড়াও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী কবির কাজী, আজাহার এবং হেমায়েত ভূঞা এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ১ নং আসনে সংরিক্ষিত সদস্য পদের প্রার্থী সেলিনা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত: প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তুমুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বকর মিঞা বাক্কু এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এছাড়াও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বদরুজ্জামান সরকার মোমেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

অপরদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং আসনে সংরক্ষিত সদস্য পদে সায়েলা জামান একক প্রার্থী থাকায় এবং প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় মোক্তারপুরে ১ নং আসনে হোসনে আরা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

এ সংক্রান্ত আরো জানতে…

ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

কালীগঞ্জের জাঙ্গালিয়ায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিলকে দল থেকে বহিস্কৃার

ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী জলিলকে প্রাণনাশের হুমকি, পোস্টার ছিঁড়ে পুকুরের পানিতে!

কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের দুই প্রার্থী

কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ নেতা মোমেন

ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীসহ ২৮৮ জনের মনোনয়ন বৈধ

কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান ৫ চেয়ারম্যান এবং নতুন ১ প্রার্থী

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ২টার আগে ও ৮টার পরে মাইক বাজানো যাবে না

ইউপি নির্বাচন: কালীগঞ্জের ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন

ইউপি ভোট: নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষ অনুদান-ত্রাণ বিতরণ নয়

‘মাইম্যান প্রার্থী করতে জনপ্রিয়দের বাদ’, দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ

কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button