গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৫ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের।
মঙ্গলবার (৬ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ৩৩ দশমিক ৫০ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯২ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ১৪২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮৩ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক কালিয়াকৈরে ২৫ জন, সদরে (মহানগর) ২৪ জন, শ্রীপুরে ৯ জন, কাপাসিয়ায় ৪ জন এবং কালীগঞ্জে ৩ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৪৪৪ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪৮২ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৪৪ জন, কালীগঞ্জে ৯১৭ জন এবং কাপাসিয়ায় ৮৫৫ জন।”