টঙ্গীতে শাহ সিমেন্টের লরি চাপায় বায়িং হাউজের পরিচালক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাহ সিমেন্টের রেডিমিক্স এর লরি চাপায় এক বায়িং হাউজের পরিচালক নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এসএম ফজলুস সামাদ রাসেল (৩০)। তিনি চাঁদপুর সদরের হাইমচর গ্রামের এসএম শাজাহানের ছেলে। রাসেল টঙ্গীতে ভাড়া বাসায় থেকে একটি বায়িং হাউজ পরিচালনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী শাহ সিমেন্টের রেডিমিক্স’র একটি লরি রাসেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button