টঙ্গীতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ : মহানগরের টঙ্গীর টিএন্ডটি গেইট এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক যুবক টাঙ্গাইলের ঘাটাইল থানার চানতারা এলাকার উমর আলীর ছেলে হালিম মিয়া (২৮)।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের টিএন্ডটি গেইট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হালিম। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হালিম টঙ্গী এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।