কালীগঞ্জ থেকে মিজানুল হককে সরিয়ে ওসি হিসেবে আনিসুর রহমানকে পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাম্প্রতিক সময়ে কালীগঞ্জে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটে যাওয়ার পর অবশেষে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হককে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিদর্শক আনিসুর রহমানকে।

রোববার (১ আগস্ট) গাজীপুরের পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত পদায়ন সংক্রান্ত এক আদেশ জারি করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে পদায়ন সংক্রান্ত তথ্য জানা গেছে।

‘আদেশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হককে পুলিশ লাইন্সে ‘লাইন ওয়ার’ করা হয়েছে।’ প্রচলিত অর্থে যা পুলিশ লাইন্সে সংযুক্ত বা প্রত্যাহার বলা হয়ে থাকে।

অপরদিকে একই আদেশে পুলিশ পরিদর্শক আনিসুর রহমানকে অফিসার ইনচার্জ (ওসি) কালীগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এ কে এম মিজানুল হক মিজান।

জানা গেছে, পুলিশ পরিদর্শক আনিসুর রহমান এর পূর্বে টাঙ্গাইলের দেলদুয়ার ও সখিপুর থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র (পিটিএস) টাঙ্গাইলে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর বহিরাগত ক্যাডেট ‘উপপরিদর্শক (এসআই)’ হিসেবে যোগদান করেন। ২০১১ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

তাঁর নিজ জেলা নড়াইল এবং শ্বশুরবাড়ি গোপালগঞ্জ।

 

 

এ সংক্রান্ত আরো জানতে…..

কালীগঞ্জ থেকে আবু বকরকে সরিয়ে ওসি হিসেবে এ কে এম মিজানুল হককে পদায়ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button