কালিয়াকৈরের নতুন এসি-ল্যান্ড ইশতিয়াক আহমেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ইশতিয়াক আহমেদ।
গত ০৩ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান পত্র থেকে এ তথ্য জানা যায়।
(বিসিএস) ৩৪ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ২৭ আগস্ট সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে সর্বশেষ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তীতে ৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল।
গত ৭ মার্চ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থকে অবমুক্ত হয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন।
ইশতিয়াক আহমেদের (১৭৬৭৯) নিজ জেলা ফরিদপুর।
২০১৬ সালের ০১ জুন চাকরিতে যোগদানকৃত এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহম্মদ শাহীন ইমরান (মাঠ প্রশাসন-০১ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০১৮ সালের ২১ অক্টোবর (প্রশাসন) ক্যাডারে চাকরি স্থায়ী হয়।
আরো জানতে…
কালীগঞ্জের নতুন এসি-ল্যান্ড মোহাম্মদ জুবের আলম
সদর উপজেলার এসি-ল্যান্ডের বদলি