সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার নির্দেশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি একটি স্কুল ভবনের পলেস্তারা ও বিম ভেঙে ছাত্রী নিহতের ঘটনার পর এ নির্দেশনা দেওয়া হলো।
সোমবার (৮ এপ্রিল) বিকালে মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নুরুননবীর সই করা নির্দেশনায় বলা হয়, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার জন্য প্রয়োজনে উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে।
প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ক্লাস চলার সময় ছাদের পলেস্তারা ও বিম ভেঙে পড়ে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানসুরা নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।