ডিএমপির পাঁচ থানার ওসি রদবদল
গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
রদবদল হওয়া ওসিরা হলেন, কাফরুল থানার শিকদার শামীম হোসেনকে দক্ষিণখান থানায়, দক্ষিণখান থানার তপন চন্দ্র সাহাকে উত্তরা পশ্চিম থানায়, উত্তরা পশ্চিম থানার আলী হোসেন খানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আবদুর রশিদকে হাতিরঝিল থানায় এবং হাতিরঝিল থানার আবু মো. ফজলুল করিমকে গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।