আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজশাহী অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের আমের বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছে।

আগামী সাত দিনের মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ফলে ক্ষতিকর রাসায়নিক মেশানো ঠেকানো এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। চলতি বছরে আমের মৌসুমকে সামনে রেখে গত রোববার আমরা হাইকোর্টে আবেদন করি। যার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আজকে এ রায় দিলেন।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলসহ দেশের যেসব জেলায় বড় আম বাগান রয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনকে মনিটরিং টিমে যুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে এই রায়ে। আগামী এক মাসের মধ্যে প্রতিটি মনিটরিং টিম এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দেবে।

রায়ে হাইকোর্ট পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইকে বাজার ও আড়তগুলো মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button