কালীগঞ্জে পাটের গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ড, প্রায় ২২ লাখ টাকার পাট পুড়ে ছাই! (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জামালপুর বাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২২ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে দাবী মালিক পক্ষের।
যদিও গুদামে আগুন লাগার কোন সূত্রই খুঁজে পাচ্ছেনা সংশ্লিষ্টরা।
বুধবার (২০ অক্টোবর) ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গুদামের মালিক জামালপুর জামতলা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মহসিন হোসেন।
গুদামের মালিক মহসিন হোসেন ও জমির মালিক মাতিয়াতুল ইসলাম অনিক বলেন, জামালপুর বাজারে প্রায় ১ হাজার বর্গ (স্কয়ার) ফুট একটি টিনসেড গুদামে আনুমানিক ৭’শ মণ পাট মজুত ছিলো। বুধবার ভোর রাতে হঠাৎ ওই গুদামে আগুন লাগে। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কালীগঞ্জ ফায়ার স্টেশনে খবর পাঠাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গুদামে থাকা প্রায় সাত’শ মণ পাটের মধ্যে আনুমানিক ছয়’শ মণ পাট পুড়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে প্রায় ২০-২২ লাখ টাকার পাট পুড়ে গেছে। গুদামে বৈদ্যুতিক কোন সংযোগ ছিলনা। রাতে কেউ গুদামে থাকতোও না। কি করে আগুনের সূত্রপাত হয়েছে তা ধারণাও করা যাচ্ছে না।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শামীম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ভোর পৌণে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছেঁছে। পরে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গুদামে থাকা বেশিরভাগ পাট পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে গুদামে বৈদ্যুতিক কোন সংযোগ ছিলনা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।