অর্থপ্রাপ্তি হবে কর্কটের, পারিবারিক শান্তি বিনষ্ট হতে পারে কন্যার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ন্যায়ের পথে চলার প্রবল বাসনা থেকে উৎকোচ না নিয়ে সহকর্মীদের বাধা কাটিয়ে কাজ করা বেশ কষ্টের। তবে হাল ছাড়বেন না, সফল হবেন।
বৃষ : মহাভারতের চরিত্র ভগীরথের মতো সমাজে সততার জল সিঞ্চনের প্রচন্ড সুযোগ আসবে। কিন্তু অর্থের লোভ ভুল পথে চালনা করবে, সাবধান।
মিথুন : এবার বুঝি সোনার মৃগ ধরা দেবে। বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান। সরকারি উচ্চপদস্থ কর্মচারীর সহায়তা পাবেন। যাত্রা শুভ।
কর্কট : টু বি অর নট টু বি’ হ্যামলেটের মতো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে মনের কথাটা প্রকাশ করুন গৃহীত হতে পারে। ভয় করবেন না, জয় হবে। অর্থপ্রাপ্তি হবে।
সিংহ : শিক্ষাঙ্গনে জড়িত ব্যক্তিদের রাজরোষে পড়ার আশঙ্কা রয়েছে। গায়ে পড়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাকে উৎকোচ প্রদান করবেন না। সহ্য করুন।
কন্যা : শারীরিক কারণে ইরেক্টাইল ডিসফাংশনে ভুগে মানসিক ও পারিবারিক শান্তি বিনষ্ট হতে পারে। মনোরোগ বিশেষজ্ঞের পরার্মশ নিন। দূরের যাত্রা শুভ।
তুলা : কামদেবের শর আপনার অঙ্গে আঘাত হানতে পারে। অঙ্গহানির ভয় নেই, তবে রিপুর তাড়নায় ভুল পথে পা বাড়াতে পারেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : শনিগ্রহের প্রভাবে পরিবারের নিকাত্মীয়ের তিরোধানের সম্ভাবনা, যা আপনার মনোপীড়ার কারণ হলেও আর্থিকভাবে লাভবান হবেন।
ধনু : অনূঢ়া নারীদের খানড়বাসের কুদৃষ্টির ফলে রাতে ঘুমের ব্যাঘাত হতে পারে। এ সময় স্বেচ্ছায় রিপুর তাড়নে নিজেকে সমর্পণ করবেন না। সাবধান হোন।
মকর : পুরনো পাপের ফলে হঠাৎ সমাজে সম্মানহানির ঝামেলায় পড়তে পারেন। যদি সম্ভব হয়, সেই পাপ মোচনের জন্য সন্ধি করুন। সাবধানের মার নেই।
কুম্ভ : সহজ অর্থোপার্জনে কোনো রমণীর উপরোধ পেতে পারেন। ফাঁদে পা দিয়েছেন কি মরেছেন। যত লোভই আসুক, বিচক্ষণতার সঙ্গে লেনদেন করুন।
মীন : দেদার অর্থ ওড়াচ্ছে এমন বন্ধু বা বান্ধবী থেকে সাবধান থাকুন। ভুলেও এর অর্থ সাহায্য নেবেন না। এর টাকা কালো না সাদা, কে জানে।