গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশনে-২) উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনে ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা: আয়েশা আক্তারকে প্যানেল মেয়র মনোনীত করা হয়েছে।

এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন ১

প্রজ্ঞাপন ২

 

আরো জানতে…….

মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত, ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button