মেষে প্রেমে বাধা, মিথুনে যাত্রা শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) সুখকর পরিবর্তনের আশায় সুযোগ পাবেন। শিল্প, নৃত্যকলা, সাহিত্য, ইত্যাদি সৃজনশীল বিষয়গুলিতে দক্ষতা। প্রেমে বাধা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) প্রাপ্তিযোগ বিদ্বমান। মানসিক অবস্থা ইতিবাচক। মনের মানুষের তরফে চমক পেতে পারেন। প্রেম শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন) প্রেম সৌন্দর্য উপভোগ করবেন। বাহন ক্রয়ের সম্ভাবনা। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে বিবাদ। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) প্রেম নিয়ে মানসিক অস্থিরতা। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ঊর্ধ্বতনরা অসন্তুষ্ট হয়ে উঠবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন ব্যবহারে ক্ষুণ্ণ হতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) মানসিক উদ্দীপনায় ভরপুর। পদোন্নতির সম্ভাবনা। মান বৃদ্ধি ঘটবে। প্রেমযোগ মিশ্র।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) ব্যবসার জন্য দিনটি শুভ। চাকুরীতে লাভবান। সম্মান বৃদ্ধি। শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) কর্মে চাপ। মানসিক বিরক্ত ভাব ফুঠে উঠতে পারে। দিনের দ্বিতীয় ভাগে হাসিখুশি বোধ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) ব্যয়ের হিসেব ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। হতাশা দিনটিকে নষ্ট করে দিতে পারে। প্রেমে সমস্যা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) পরিবার মিলে ভ্রমণের সম্ভাবনা। সঞ্চয়হীন ভবিষ্যৎ। ক্ষেত্র বিশেষ অর্থলাভ। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) দুশ্চিন্তা গ্রাস করতে পারে। মন ভারাক্রান্ত। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। আইনি কাজে জটিলতা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) প্রেম নিয়ে অনুভূতিশীল থাকবেন। দিনের বেশিরভাগ সময়ে চিন্তা গ্রাস করতে পারে। ব্যবসায়ী যোগ মাধ্যম।