কালীগঞ্জে রেলওয়ের গেইটম্যানের ঝুলন্ত লাশ, সন্দেহ হত্যার পর লাশ ঝুলিয়েছে!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নারগানা এলাকায় মাফলার দিয়ে গলায় ফাঁস লাগনো অবস্থা থেকে কাইয়ুম মোড়ল (২৮) নামে রেলওয়ের এক গেইটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহ হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কাইয়ুম মোড়ল জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার আহাদ আলী মোড়লের ছেলে। তিনি অস্থায়ী গেইটম্যান হিসেবে রেলওয়রের নরসিংদী অঞ্চলের মেথিকান্দা এলাকায় কর্মরত ছিলো।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা গেছে। এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার দুপুরে কাইয়ুম মোড়ল তার ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ করে একা অবস্থান করছিল। সে সময় বাড়িতে আর কেউ ছিলো না। সন্ধ্যায় তার বোন দরজায় কড়া নাড়া দিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে স্বজনদের খবর দেয়। পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখতে পায় সিলিংএর উপরে থাকা ঘরের আড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে কাইয়ুম। এরপর থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, কাইয়ুমের গলায় যে মাফলার দিয়ে ফাঁস লাগানো ছিলো তা হালকা ওজনের কিছু দিলেও ছিড়ে পড়ার কথা। এছাড়াও আলনায় তার হাত আটকে ছিলো এবং তার পা মাটিতে ঠেকানো অবস্থায় ছিলো। এসব কিছু বিশ্লেষণ করে সন্দেহ করা হচ্ছে তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, শনিবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরো জানতে…………
গাজীপুরে এক সঙ্গে গলায় ফাঁস দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নার্সের আত্মহত্যা!
কালীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার!
কালীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী মারুফ!
কালীগঞ্জে স্বামী দেশে ফেরার তিনদিন পর গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা!
কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা!
কালীগঞ্জে সহকর্মীদের আটকে রেখে ফাঁস দিয়ে দোকান কর্মীর আত্মহত্যা!
কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!