নারী ও শিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় সংবাদ বিজ্ঞপ্তি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারী ও শিশুর অধিকার ও মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। গাজীপুর জেলার কোথাও যদি নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও ইভ টিজিং এর ঘটনা ঘটে বা ঘটার মত পরিবেশ সৃষ্টি হয় তবে জেলা প্রশাসন, গাজীপুরকে অবহিত করার জন্য আহবান জানানো যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত সহ সকল প্রকার আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার(১৮ এপ্রিল ২০১৯) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ‘জেলা প্রশাসক গাজীপুর’ এর অফিসিয়াল ফেসবুক আইডিতে।
এ ধরনের কোন ঘটনা ঘলে অবহিত করার জন্য আহবান জানানো হয়েছে।
যোগাযোগ :
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা): 01673590917
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জে এম শাখা):01914225045
জাতীয় কল সেন্টার : 333
ন্যাশনাল হেল্প লাইন: 999
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল: 109
শিশু সহায়তা : 1098