টঙ্গীতে পুকু‌রে ডু‌বে দুই শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের টঙ্গীর আউচপাড়া এলাকায় পুকু‌রে ডু‌বে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৯ এ‌প্রিল) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে। ‌

নিহত শিশু দুইজন হলো- নেত্র‌কোনার আটপাড়া থানার ম‌ল্লিকপুর এলাকার জাহাঙ্গীর আল‌মের মে‌য়ে মা‌রিয়া আক্তার (১০) ও ময়মন‌সিং‌হের ফুলপুর থানার রগুনাথপুর এলাকার মোফাজ্জল হো‌সেনের ছে‌লে মামুন (১০)।

নিহত ওই দুই শিশু তা‌দের প‌রিবা‌রের সঙ্গে টঙ্গীর আউচপাড়া এলাকার ই‌লিয়া‌সের বা‌ড়ি‌তে বাসা ভাড়া থাক‌তো।

টঙ্গী প‌শ্চিম থানার সহকারী উপ-প‌রিদর্শক(এসআই)মো. আব্দুল মা‌লেক জানান, টঙ্গীর আউচপাড়া এলাকায় সি‌দ্দিকুর রহমা‌নের পুকু‌রে গোসল কর‌তে যায় মা‌রিয়া ও মামুন। একপর্যা‌য়ে তারা পুকু‌রের পা‌নি‌তে ডু‌বে যায়। এ সময় পুকুর পাড়ে দাঁড়ি‌য়ে থাকা এক শিশু বিষয়‌টি দে‌খে মামু‌নের মা‌কে খবর দেয়। প‌রে মামু‌নের মা ঘটনাস্থ‌লে গি‌য়ে কান্নাকা‌টি কর‌লে এক লোক এ‌সে ঘটনা‌টি শু‌নে পুকুরে নে‌মে মামুন ও মা‌রিয়া‌কে উদ্ধার ক‌রে। প‌রে টঙ্গীতে এক‌টি হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক তা‌দের দুইজন‌কে মৃত ঘোষণা ক‌রে। মর‌দেহগুলো তাদের প‌রিবা‌রের কা‌ছে হস্থান্তর করা হ‌য়ে‌ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button