গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর, সম্পাদক রিপন ও সাংগঠনিক সম্পাদক হাসমত নির্বাচিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন এবং স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার গাজীপুর প্রেসক্লাব ভবনে নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলাম ফলাফল ঘোষণা করেন।

মো. মুজিবুর রহমান দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি, শাহ সামসুল হক রিপন দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং হাসমত আলী রাইজিংবিডিডটকম-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে গাজীপুরে কর্মরত রয়েছে।

১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২০২০ সালের জন্য) নির্বাচনে এবার তিনটি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমজাদ হোসেন ও অধ্যাপক মুকুল কুমার মল্লিক জানান, ১৯৮৩ সালে গাজীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এ ক্লাবের নির্বাচনে এবারই প্রথম প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম (গণমুখ), যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার (বাংলাভূমি), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন (গাজী টিভি), নির্বাহী সদস্য অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), রুহুল আমীন (খবর), আব্দুর রহমান (বিটিভি), মিলটন খন্দকার (আমাদের অর্থনীতি), বেলাল হোসেন (স্বাধীন মত), মো. আমিনুল ইসলাম (দেশ রূপান্তর) ও শরীফ আহমেদ শামীম (কালের কন্ঠ)।

এ ছাড়া ফলাফল ঘোষণার সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন, কমিশনার সাব্বির আহমেদ রুবেল ও সুশীল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচনে ৮২ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ:গাজীপুর প্রেসক্লাব ব্যতীতও গাজীপুর সিটি প্রেসক্লাব, গাজীপুর জেলা প্রেসক্লাব এবং গাজীপুর রিপোর্টার্স ক্লাব নামে সাংবাদিকদের আরো কয়েকটি সক্রিয় সংগঠন রয়েছে গাজীপুরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button