চলে গেলেন জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের কিংবদন্তী গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী তথ্যটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই গীতিকবি। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন।

গত সপ্তাহে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাকে।

দৈনিক প্রথম আলোতে ‘আপনার রাশি’ শিরোনামে রাশিফল গণনার মধ্য দিয়ে কাওসার আহমেদ চৌধুরী পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেন।

এছাড়া তিনি এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত ব্যান্ড ও সঙ্গীতশিল্পীর জন্য গীতিকবিতা লিখেছেন।

‘কবিতা পড়ার প্রহর’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘রূপালী গিটার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি তার লেখা জনপ্রিয় কিছু গান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button