গাজীপুর পাসপোর্ট অফিসের নতুন সহকারী পরিচালক আনিসুর রহমান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন সহকারী পরিচালক হিসেবে মোহাম্মদ আনিসুর রহমানকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
অপরদিকে গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোরাদ চৌধুরীকে একই পদে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী, এসজিপি, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য: মোহাম্মদ আনিসুর রহমান বর্তমানে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ অক্টোবর ৭ কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদান করেছিলেন।