রংপুরে ওসির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরকে ইভটিজিং এর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলছেন ওসি রেজাউল।
নারী কাউন্সিলরের অভিযোগ, দুপুরে কোতোয়ালি থানার ওসি রেজাউল করিমের সাথে দেখা করতে গেলে তাকে আপত্তিকর কথাবার্তা বলা হয়।
রোববার রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফার কাছে এই অভিযোগ দায়ের করেন ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নাসিমা আমিন।
পরে এর বিচার চেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন মেয়র ও কাউন্সিলররা।
এদিকে, মিথ্যা অভিযোগে দাবি করে অভিযুক্ত ঐ কর্মকর্তা বলেন, ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ভিডিও: