১৮৩ দিন পর পৃথিবীতে ফিরলেন চীনা নভোচারীরা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশে ১৮৩ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। শনিবার তারা চীনের উত্তরাঞ্চলে অবতরণ করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে। এর মধ্য দিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মানুষবাহী মহাকাশ অভিযান শেষ হয়েছে।

চীনের তিয়ানগোন মহাকাশ স্টেশনের একটি মডিউলে ছয় মাস কাটানোর পর বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে পৃথিবীতে অবতরণ করেন তিন নভোচারী। তাদের মধ্যে দুজন পুরুষ, আরেকজন নারী। তারা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়ানফু এবং ওয়ান ইয়াপিং।

সিসিটিভির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ‘শেনঝু ১৩ এর পৃথিবীতে পুনরায় প্রবেশকারী ক্যাপসুল সফলতার সঙ্গে অবতরণ করেছে।’

যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অংশগ্রহণ বঞ্চিত হয়ে চীন গত দশ বছর ধরে তিয়ানগোন স্টেশন তৈরির প্রযুক্তি উন্নয়ন ঘটিয়েছে। আইএসএস এর বাইরে এটিই মহাকাশে থাকা প্রথম কোনো স্টেশন।

২০৩০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় মহাকাশ শক্তি হয়ে উঠতে চায় চীন। ইতোমধ্যেই মঙ্গলে মহাকাশ যান পাঠানোর পাশাপাশি চাঁদেও অনুসন্ধান চালিয়েছে দেশটি। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে. ২০২৯ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button