কালীগঞ্জে ৭ মামলার আসামি মাদক সম্রাট আমান আলী ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকসহ ৭ মামলার এজাহারভুক্ত আসামি আমান আলীকে (৩৮) ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৪ জুলাই) বিকেলে কোহিনূর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (১)।
গ্রেপ্তার আমান আলী পৌর এলাকার উত্তরগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে। আমান আলী এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বে আমান আলী তাকে গ্রেপ্তার করতে যাওয়া বেশ কয়েকজন পুলিশ অফিসারের উপর হামলা করেছিল।
থানা সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কোহিনূর মার্কেট এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় মাদক ব্যবসায়ী আমান আলীকে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই মশিউর রহমান খান বাদী হয়ে মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম (১) বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে {মামলা নাম্বার (৭(৫)২২}। আসামি আমান আলীকে আদালতে পাঠানো হয়েছে।