যুক্তরাষ্ট্রে হামলার পর নিজেই পুলিশকে ফোন করে হামলাকারি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলা চালিয়েছে একজন বন্দুকধারী যুবক। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ১৯ বছর বয়সী হামলাকারি ওই যুবক। এরপর তিনি নিজেই পুলিশকে ফোন দিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করতে বলে। সান দিয়েগো পুলিশ প্রধান ডেভিড নেসলিত এ তথ্য নিশ্চিত করেছেন।

সান দিয়েগো পুলিশ প্রধান ডেভিড নেসলিত জানিয়েছেন, শনিবার ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, উপাসনালয় সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

উল্লেখ্য, ইস্টার সানডের সকালে গত রোববার কলম্বোর তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে ২৫৩ জন নিহত ও আরও কমপক্ষে ৫০০ জন আহত হন। ভয়ঙ্কর এই হামলার জন্য সরকারও উগ্রপন্থি ইসলামী গোষ্ঠীকে দায়ী করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button