মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১৬ নিরাপত্তাকর্মী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের হামলায় দেশটির ১৬ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১ মে) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
জানা যায়, মহারাষ্ট্রের গাদচিরোলি জেলার ছত্তিশগড় সীমান্তবর্তী স্থানে পুলিশের একটি গাড়িতে মাওবাদীরা আইইডির (দ্রুত বিস্ফোরক ডিভাইস) মাধ্যমে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এ দিন সকালেই গাদচিরোলি জেলার কুরখেদায় একটি কন্সট্রাকশন সাইটে ২৫ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন চলাকালনীন এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্র পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আরও পুলিশ পাঠানো হয়েছে।
১ মে মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছিল। এরমধ্যেই এ দু’টি ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা। ২০১৮ সালের এপ্রিলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীদের ৪০ সদস্য নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে তারা।
এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দিনও একই জেলার একটি কেন্দ্রে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে সেদিন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ৯ এপ্রিল ছত্তিশগড়ের দানতেওয়াদা জেলায় আইইডি বিস্ফোরণে বিজেপির এক আইন-প্রণেতা ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছিল।