পূর্বাচলে ‘নীলা মার্কেট’–এর প্রতিষ্ঠাতা নীলাকে তলব করেছে দুদক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূর্বাচল এলাকায় ‘নীলা মার্কেট’–এর প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলমকে (নীলা) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের আবাসিক প্লট দখল করে মার্কেট নির্মাণ ও লেডিস ক্লাব তৈরি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে সৈয়দা ফেরদৌসী আলমকে এ নোটিশ পাঠানো হয়। ৩০ আগস্ট সকাল ১০টায় দুদকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।

এর আগে সৈয়দা ফেরদৌসী আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। সৈয়দা ফেরদৌসী আলম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৪ আগস্ট দলের সব পদ-পদবি থেকে তাঁকে অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ।

দুদকের নোটিশে বলা হয়, ফেরদৌসী আলম রাজউকের চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ‘পূর্বাচল কনভেনশন লিমিটেড’–এর নামে বরাদ্দকৃত প্লট নিয়মবহির্ভূত ও অবৈধ পন্থায় নাম পরিবর্তন করে ‘পূর্বাচল নীলা কনভেনশন লি.’–এর নামে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক বিদেশে মানি লন্ডারিং করেছেন। এ ছাড়া পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের জমি দখল করে ‘নীলা মার্কেট’ গড়ে তোলেন। রাজউক এই মার্কেট উচ্ছেদ করার পরও তিনি আবার দোকানপাট গড়ে তুলেছেন।

 

আরো জানতে…….

নীলার দংশনে নীল পূর্বাচল, এবার সেই নীলাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

 

 

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button