নুসরাত হত্যাকাণ্ড: পুলিশের ভূমিকা যাচাই কমিটির প্রধানকে বদলি

গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) এস এম রুহুল আমিনকে বদলি করা হয়েছে। তিনি ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রধান ছিলেন।

গত ৩০ এপ্রিল ওই কমিটি ফেনীর পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকার ও সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছিল।

তবে পুলিশ সদর দপ্তরের (মিডিয়া অ্যান্ড পিআর) সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, এস এম রুহুল আমিনের বদলি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তিনি ২৫ এপ্রিল উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে মানবসম্পদ বিভাগে বদলি হয়েছেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ৩০ এপ্রিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button