কাশিমপুর কারাগারের এক হাজতির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত হাজতির নাম সুজন মিয়া (৪২)। তিনি মহানগরের গাছা থানার গাছা ৩নম্বর কলোনি এলাকার আবু সালেকের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, গাছা থানায় মাদক মামলায় হাজতি হিসেবে কারাগারে বন্দি ছিলো সুজন মিয়া। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান।