কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে টিকা না লাগলেও কোভিড টেস্ট করাতে হবে

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে গেলে করোনাভাইরাসের টিকা দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে বিশ্বকাপের আয়োজক কমিটি। তবে দেশটিতে যাওয়ার আগে অবশ্যই কোভিড টেস্ট করাতে হবে দর্শকদের। এবং পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দেখাতে হবে তাদের।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে বিশ্বকাপের আয়োজক কমিটি। সাধারণ দর্শকদের জন্য নিয়ম কিছুটা শিথিল হলেও খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের জৈব সুরক্ষাবলয়ে থাকাটা বাধ্যতামূলক রাখা হয়েছে।

ছয় কিংবা তার বেশি বয়সী সকল দর্শককে কাতারে রওনা হওয়ার আগে ৪৮ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্ট করাতে হবে। কিংবা পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে করানো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো যেতে পারে। তবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল অফিসিয়াল মেডিকেল কেন্দ্র থেকে এবং স্ব-শাসিত না হলেই তা গ্রহণযোগ্য হবে।

১৮ বছর কিংবা এর বেশি বয়সী দর্শকদের স্থানীয় সরকার নির্ধারিত একটি ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন ‘এহতেরাজ’ ডাউনলোড করে নিতে হবে। বদ্ধ জায়গার জনসমাগমে প্রবেশ করার আগে এটা দেখাতে হবে তাদের। গণপরিবহনে পরতে হবে মাস্ক।

কোভিডের লক্ষণ দেখা না গেলে কাতারে আর কোনো পরীক্ষা করানোর প্রয়োজন পড়বে না। তবে দেশটিতে থাকাকালীন অবস্থায় কোভিড পরীক্ষায় পজিটিভ হলে সরকারের গাইডলাউন অনুযায়ী পাঁচ দিনের জন্য থাকতে হবে আইসোলেশনে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। ২৯ দিনের ফুটবল মহাযজ্ঞ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button