কালীগঞ্জে উত্তরা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মূলগাঁও এলাকায় উত্তরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাসচাপায় মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কে মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাসেল মৃধা (২৪)। তিনি পার্শ্ববর্তী নরসিংদীর পলাশ থানার খাঁনেপুর এলাকার বাসেদ মৃধার ছেলে। সে মোবাইল ফোনের ব্যবসা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল কালীগঞ্জ বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।