খাল ভরাট ও পানি দূষণের দায়ে ‘ডার্ড কম্পোজিট’ ফ্যাক্টরিকে ২ লক্ষ টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের ধলাদিয়া এলাকায় খাল ভরাট ও খালের পানি দূষণ করার অপরাধে ‘ডার্ড কম্পোজিট’ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৬ এপ্রিল ২০১৯) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি ‘জেলা প্রশাসক গাজীপুর’ এর ম্যধমে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে সলিড বর্জ্যসহ দূষিত পানি পার্শ্ববর্তী খালে নিষ্কাশনের মাধ্যমে খাল ভরাট ও খালের পানি চরমভাবে দূষণ করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তাদের বর্জ্য পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের জন্য ৬ মাস আল্টিমেটাম দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, ফ্যাক্টরিটির দ্বারা নদী দূষণের বিচার চেয়ে ইতোপূর্বে স্কুলের ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করেছে, আর সরেজমিনে সেখানে গেলে, দূষিত পানির প্রভাবে উক্ত খাল সংলগ্ন এলাকায় কোন ফসল হচ্ছেনা দেখা গেছে এবং কৃষকরাও এ ব্যাপারে অভিযোগ করেছেন।