কাপাসিয়ায় উজান ভাটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: দুই জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় উজান ভাটি পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৬৫ বছর।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র বলেন, কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় কিশোরগঞ্জগামী উজান ভাটি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজেন্দ্রপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। এতে আরও তিন থেকে চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।