রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি’ নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে এই বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের চনপাড়ার বালুরমাঠে তিনি গুলিবিদ্ধ হন; বিকাল সাড়ে ৪টার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত শাহীন মিয়া ওরফে সিটি শাহীন (৩৫) চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত মজিবুর রহমানের ছেলে।

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে র‌্যাব ও এর সাবেক প্রধানসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রায় এক বছর পর বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটল।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, শাহীন মিয়া ওরফে সিটি শাহীন হত্যা, ডাকাতি ও মাদকসহ ২৩টি মামলার আসামি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন।

তাকে এর আগেও গ্রেপ্তার করতে গিয়ে র‌্যাব-১ এর একটি দল ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় র‌্যাব-১।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন তার বাহিনী নিয়ে সংঘবদ্ধ হয়ে শটগান ও পিস্তল দিয়ে গুলি চালায়। একই সঙ্গে ইট-পাটকেলও ছুড়তে থাকে। র‌্যাব পাল্টা শটগানের গুলি ছুড়লে সিটি শাহীনের পায়ে বিদ্ধ হয়।”

মোমেন বলেন, শাহীন মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বেলা সাড়ে ৩টার দিকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় শাহীনের।

‘সন্ত্রাসী বাহিনীর’ ছোড়া ইট-পাটকেলে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এই ঘটনায় একাধিক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।

২০০৪ সালে গঠিত র‌্যাবের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার’ অভিযোগ অনেক পুরনো। সেজন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময়ে কঠোর সমালোচনাও করেছে।

এর ধারাবাহিকতায় গত বছরের ১১ ডিসেম্বর এ বাহিনী, এর সাবেক প্রধান বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button