শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং দুপুরে জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার গাছুনিয়া এলাকার আব্দুল আলিমের ছেলে মুসা মিয়া (৩৩) ও শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকার মো. ইউনুছ আলীর ছেলে লিটন মিয়া (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকায় একটি টেক্সটাইল কারখানায় চাকুরি করতেন মুসা মিয়া। সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মুসা মিয়ার মৃত্যু হয়।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে লিটন মিয়া মোটরসাইকেলযোগে জৈনাবাজারের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় পৌঁছাযন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।