পূবাইলে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের নিমতলী এলাকা থেকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, টঙ্গী বিসিকের মিরাশপাড়া এলাকার রানা হোসেন (২০), সজীব মিয়া(১৯), আকাশ মিয়া(১৮), আইনুল ইসলাম(২০) এবং রানা ২(১৯)।
জিএমপি’র পূবাইল থানার পরিদর্শক(অপারেশন) খন্দকার হাসানাত জানান, নিমতলী এলাকা থেকে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ রাতে অভিযান চালিয়ে তাদের পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি খেলনা পিস্তল, একটি গিয়ার চাকু, ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।