টঙ্গীতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের মৃত্যু নিয়ে রহস্য!

বিশেষ প্রতিনিধি : টঙ্গীতে ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৪৮) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশের দাবি নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

রোববার (২০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে স্থানীয় আউচপাড়া সফিউদ্দিন রোডে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে সাইফুল ইসলাম এ হামলার শিকার হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টায় সফিউদ্দিন একাডেমী রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে সাইফুল ইসলামের ওপর চড়াও হয়। সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায় স্থানীয় দু’জন যুবক মোটরসাইকেলে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন। এসময় ঘটনাস্থলে কয়েকটি রিকশা আটকা পড়ে। ফুটেজে পথচারীদেরকে ভয়ে দ্রুত ঘটনাস্থল অতিক্রম করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ওই মোটরসাইকেল আরোহী দুই জন টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে চালকের পেছনের ছিটে ছাত্রলীগ নেতা তামীমকে চিহ্নিত করেছে স্থানীয়রা।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শুভ মন্ডল বলেন, নিহত সাইফুল ইসলামের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ঘটনাস্থলসহ আশাপাশের এলাকায় হামলার কোন আলামতও পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য উন্মোচন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button