গভীর রাতে আর্জেন্টিনার পতাকা কেটে ফেলে ব্রাজিল সমর্থকরা, থানায় অভিযোগ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়িতে টাঙানো এক হাজার ফুটের আর্জেন্টিনার পতাকা গভীর রাতে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর পক্ষে মাসুদুর রহমান নামে এক শিক্ষার্থী সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার কাতার বিশ্বকাপ ফুটবলের ১ম পর্বের ১ম ম্যাচে আর্জেন্টিনা ১-২ গোলে সৌদি আরবের কাছে পরাজিত হলে গভীর রাতে কে বা কারা শহরে টাঙানো আর্জেন্টিনার পতাকার একটি অংশে কেটে দেয়।

অভিযোগকারীর ধারণা, ব্রাজিল সমর্থকদের কেউ পতাকার দুই অংশ ছিঁড়ে থাকতে পারে।

মাসুদুর রহমান মাসুদ সংবাদ মাধ্যমকে জানান, আমি ত্রিশ হাজার টাকা খরচ করে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা বানিয়ে শহরের বিজেএমসি মসজিদ মোড় থেকে সোনালী ব্যাংক শাখা পর্যন্ত টাঙিয়েছি। বুধবার সকালে এসে দেখি গভীর রাতে ব্রাজিল সমর্থকদের কেউ পতাকার দুই অংশ কেটে দিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত কবির অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button