কালিয়াকৈরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ১১ নেতা-কর্মীর নামে মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ নেতা-কর্মীর নামে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কালিয়াকৈর থানায় মামলাটি করেছেন পৌর আওয়ামী লীগের চন্দ্রা কার্যালয়ের অফিস সহকারী আবদুল মান্নান শেখ।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. পারভেজ আহম্মেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ূন কবীর খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন, পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ ১১ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে এজাহারে উল্লেখিত আসামিসহ অর্ধশতাধিক লোক কালামপুর এলাকা থেকে একটি মিছিল নিয়ে চন্দ্রার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ১৪ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্কের সৃষ্টি করেন তাঁরা। খবর পেয়ে পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরো জানতে….
শ্রীপুরে বিএনপির ২৩ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
সূত্র: প্রথম আলো