কাপাসিয়ার ওসি আবু বক্করকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে রফিকুলকে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিককে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিদর্শক রফিকুল ইসলামকে।
বুধবার কাপাসিয়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন রফিকুল ইসলাম। অপরদিকে আবু বক্কর সিদ্দিক দায়িত্ব হস্তান্তর করেন।
যোগদানের বিষয়টি রফিকুল ইসলাম নিজেই নিশ্চিত করেছেন।
এছাড়াও গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলামকে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিদর্শক মীর রকিবুল হককে।
অপরদিকে পরিদর্শক রবিউল ইসলামকে গাজীপুর জেলা পুলিশের অপরাধ শাখায় এবং আবু বক্কর সিদ্দিককে ‘কালীগঞ্জ সার্কেল’ অফিসের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পরিদর্শক রফিকুল ইসলাম সর্বশেষ গাজীপুর জেলা পুলিশের অপরাধ শাখার পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মীর রকিবুল হক কাপাসিয়া থানার ওসি পরে জেলা ডিবি’র পরিদর্শক এবং সর্বশেষ গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক-২ হিসেবে কর্মরত ছিলেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।