ছাত্রলীগে পদ পেতে পদপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রংপুরে ছাত্রলীগে পদ পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বইয়ের ওপর লিখিত পরীক্ষা দিতে হয়েছে পদপ্রত্যাশীদের।

গত বৃহস্পতিবার রাতে রংপুরের কাউনিয়ায় এ পরীক্ষা নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি গঠনে ওইদিন সন্ধ্যায় স্থানীয় কলেজ মাঠে কর্মিসভার আয়োজন করা হয়। এ সময় আলোচনা শেষে ছাত্রলীগের কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়ার পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ৩০ মিনিট ও ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী।

রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।’

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button