দুরন্ত জয়ে তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : বলা হয়, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। তবে এমন ম্যাচেও দুই দলের লড়াইয়ের ঝাঁঝে কমতি দেখা যায়নি। শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দেখা গেলো বল দখল ও আক্রমণে আধিপত্যের লড়াই। তাতে জিতে তৃতীয় হয়েই বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে তারা হারিয়েছে ২-১ গোলে। বিশ্বকাপে মদ্রিচের শেষ ম্যাচ জয়েই রাঙালো ক্রোটরা।

ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন জসকো গাভার্দিওল। বক্সের বাইরে থেকে নেওয়া লুকা মদ্রিচের ফ্রিকিক হেডে গোলমুখে ক্রস করেন ইভান পেরিসিচ। চলতি বলে হেড করে গোল করলেন গাভার্দিওল।

আসর জুড়ে অবিশ্বাস্য সব পারফরম্যান্স উপহার দেওয়া মরক্কো পাল্টা জবাব দিতে দুই মিনিটও দেরি করেনি। মরক্কো সমতা ফেরাল সেই ফ্রিকিক থেকেই। হাকিম জিয়েচ ফ্রিকিক নিয়েছিলেন। মায়ের ক্লিয়ার করতে গিয়ে পিছন দিকে হেড দেন। সেই বলে মাথা ছুঁইয়ে গোল দারির।

৪২তম মিনিটে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ক্রোটরা। মরক্কো বক্সে একাধিক পাস খেলেন ক্রোয়েশিয়ার ফুটবলার। বক্সের কোনাকুনি জায়গা থেকে দারুণ শটে গোল করলেন অরসিচ। পোস্টে লেগে জালে জড়ায় বল। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ক্রোটরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button