পূবাইলে বসত বাড়িতে ডাকাতি: বিয়ের জন্য রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বিশেষ প্রতিনিধি : মহানগরের পূবাইলের হায়দারাবাদ তালতলা পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সে সময় ডাকতরা ওই বাড়ি থেকে নগদ ৭ লাখ ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। লুট হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার ওই বাড়ির বড় ছেলের বিয়ে উপলক্ষে রাখা ছিল।

সোমবার (২ জানুয়ারি) ভোর পৌণে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক আবুল হোসেন বলেন, ভোর পৌণে ৫টার দিকে ১৩/১৪ জনের একদল ডাকাত সদস্য আমার বাড়িতে হানা দেয়। সে সময় শাবল দিয়ে কলাপসিবল গেটের তালা ও দুটি দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ডাকাতরা। পরে আমার স্ত্রী ও দুই ছেলে এবং আমাকে চাপাতি ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থাকা নগদ ৭ লাখ ৭২ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতরা চলে গেলে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে সকাল ৮টার দিকে পূবাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসেছিল।

তিনি আরো বলেন, আগামী ১৮ই জানুয়ারি আমার বড় ছেলের বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ঘরে রাখাছিল। ডাকাতরা তা লুট করে নিয়ে গেছে।

জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহবুব বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাতদের গ্রেফতার চেষ্টা চলছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলামের মোবাইলে ফোন একাধিকবার  কল করলে তিনি রিসিভ করেননি।

 

আরো জানতে………

পূবাইলে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট

পূবাইলে জানালার গ্রিল কেটে এসিল্যান্ডের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট

পূবাইলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, আহত ২ ব্যবসায়ী

পূবাইলে শ্রমিক লীগ নেতার বাড়িতে ডাকাতি: নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

পূবাইলে‌ একদিনের ব্যবধানে আরেক বাড়িতে ডাকাতদের হানা: স্বর্ণালংকার-নগদ টাকা লুট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button