পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। ১৪ বছর আগে ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিপি) সদরদপ্তরে ঘটে যায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। পিলখানা হত্যার ঘটনায় প্রাণ হারান ৫৮ জন সেনাসদস্যসহ মোট ৭৪ জন।

হত্যাকাণ্ডের ১৪তম বার্ষিকীতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং নিহতের স্বজনেরা।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সদস্যরা স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button